পথ-কথা

নিশ্চিন্তে নীরব পথ শত কোলাহলে
কর্মের কুফলে ভাবি পদপিষ্ট হয়,
ধূসর মলিন সাজ অঙ্গতে তাহার
এমনি কর্মেই পথ পথেতে বিলয়।
রোজ ভাবি শুধাইব কোন কর্ম ফলে,
রহিছো ধুলাতে বসি আদি হতে আজ,
পথেই ডাকিয়া মোরে কহিল আপনি
সবার চরণ স্পর্শি নাহি হয় লাজ!
অনেক পুণ্যের ফল মোর ক্ষুদ্র ভালে
তব চরণের স্পর্শে ধন্য হই আমি,
জীবন মৃত্যুর ভার আমারই পথে
অমঙ্গল মাঙ্গলিক রচে অন্তর্যামী।
বিধির বিধান সত্য এই ধূলি পথে,
জাতি ধর্ম বর্ণ ভেদ নহেকো হেথায়,
সকল চরণ ছুঁয়ে কাটিছে জীবন
মিথ্যা স্বার্থে মৃত্যু রচে মনুষ্য বৃথাই।
সৃষ্টির সত্যতা খোঁজ সুড়ঙ্গ পথেই,
স্বর্গ সুখ অনুভব পরলোক পথে,
সাক্ষী রূপে দিব্যদৃষ্টে লোকিছে সকল
আগমন বিফলতা পথেরই সাথে!
ধরিত্রীর অধিকার বৃথা কোলাহল
আমির গরিব মূর্খ জ্ঞানীগুনী জন
সবার চরণে নমি দিবস - রজনী
দুস্থের ভিক্ষার স্থল পথের আপন
গৃহত্যাগী পথপরে শান্তির সন্ধানে
গৃহহীন ঠাঁই খুঁজে আমার বক্ষেতে
ষড়যন্ত্র রচ যবে মনুষ্য সকল
নির্জনে ঝরাই অশ্রু তব দুঃখেতে
নম্রতা আমার থাক হৃদয় অন্তরে
বিনয় একান্ত নিজ ঐতিহ্য পথের
সৃষ্টির বিনাশ সত্য পথের উপর
চরাচরে নিজস্বতা পথেরি সত্যের।

রচনাকা : ২০১৭-১৮