= * অসমাপ্ত কার্য * =
নিরক্ষর ( তপন সত্পথী )
.............................................. @.....
নহি দ্বিখণ্ডিত আমি শতেক ভাঙ্গনে ,
কি আর থাকিল মোর হারাইব আজ !
চক্ষু উন্মিলিত করি অসমাপ্ত কাজ
বিধাতার বিধানেতে যাইব নির্জনে ।
অসমাপ্ত কার্য সব করিও সফল ,
অলিন্দ ভরিয়া থাক নবীন ক্ষরণে ,
মহা ধমনীর স্রোত স্তব্ধ তো মরণে
অনির্বান নহে পথ ,হতাশ বিফল !
যামিনী মুছায়ে দাও সহস্র লাঞ্ছনা ,
প্রিয়ার নিষ্পাপ স্পর্শ শরীরে আমার ,
সামান্য ক্ষনিক সুখ মুগ্ধতা অপার
তৃপ্তির প্রাক্কালে মন বৃথা প্রবঞ্চনা !
ভীত মনে নহি আমি উজ্জ্বল নয়নে
অবস্থানে শান্ত থাক তোমার একান্ত ,
সবার পরম সুখে হইব নিশ্চিন্ত
উদার মনের শান্তি রচিবে আপনে ।
কবে কার কোন কথা বৃথা পরিহাস
অজান্তে কহিয়া দিয়া করিয়াছি পাপ ,
নির্বাসিত অশরীরী হোক অভিশাপ
তন্দ্রায় আচ্ছন্ন বিধি নাহি মনস্তাপ ।
গাঢ় বসনেতে ঢাকা ষোড়শী যৌবন !
আষাঢ় বর্ষার চোখ ঝরিবে ভুবনে !
নিস্তেজ রাত্রির সুখ কোথা আনমনে
অদ্ভুত কটাক্ষ চক্ষু থাকিবে গোপন ।
বিশ্বলোকে ভুজঙ্গের ঘ্রাণের তীব্রতা !
আসিবে বাতাসে ভাসি দিগন্তের পারে ,
চঞ্চল হইবে হৃদি মেঘের অন্তরে
বহিবে ঝড়ের বেগে যত অস্থিরতা !
কামনা আবেশে মন ক্ষনিকের সুখ
রুদ্ররূপ ধ্রুপদের বক্ষের সম্ভারে ,
আড়ষ্ঠ কটির ভার উদাস প্রান্তরে
খুঁজিবে প্রতিটি ক্ষণ নিষ্পাপ সে মুখ !
.............. 24 . 6 . 2017 ....................



তপন সৎপথী (নিরক্ষর) গ্রাম্য চিকিৎসক হিসেবে বাকুঁড়া জেলার সকলের কাছে যেমন প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তেমনি কবিতা সৃষ্টির মাধ্যমে সকলের অজস্র ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তাঁর লেখা কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান” পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা পরবর্তীতে বই আকারে প্রকাশ করার তাঁর পরিকল্পনাও ছিলো,  (প্রকাশিত হবে)।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।  
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
আসুন,  আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর  প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।