অরক্ষণীয়া
পরাধীন অন্তরে নিমিত্তের ভালোবাসা টুকু
রেখে গেছো সজীব সকালে ,
আমার পুরান কথা নীরবেই কেঁদে মরে -
সারাদিন ঘুরেফিরে পশ্চিম বিকালে ।
ভেসে আছি কাল স্রোতে
কিছু স্থির প্রবাল প্রাচীরে -
তোমার অন্তরে , তবু আমি আছি -
যুগের অসাধ্য সাধন খোঁজে !
কিছু মাটি সাথে মিশে সুমেরুর বাষ্প মেখে
বরফে খাঁজ করা কাজে ।
................ ২২ . ২ . ২০১৮ ..............
কবি তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।