আমাকে ছুঁয়ে সে রোজ ঘনিষ্ঠা ভিতর ,
অন্তর্ভেদী খাঁজ কাটা কায়ার উপর -
যেখানে শুরুতে মেঘ জমে ,
বসন্ত ফাগুনের করিষ্ণু রোষানল !
অশিষ্ঠ চিন্তন - অনুভূতি হীন ,
স্বপ্নীল মেঘের দেশে বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে ,
মেঘনা যমুনা ভুলে কুল হারা নাবিকের নাওয়ে ।
সে এক ভিসম ঝড় দেহ মন জুড়ে -
নবজাতকের পথে অন্ধকার শুষ্ক আস্তাকুড়ে !
তবুও মাটির কণা শুষে নেয় জল ,
নদী ছলছল ভরা বর্ষায় -
মেঘ তো জমেছে কিছু ,
তীব্র এক দহন ঈর্ষায় !
................... ২৭ .২ .২০১৮ .......................
তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।
১৩ আগষ্ট, ২০১৮ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ অক্টোবর, ২০১৮ না ফেরার দেশে চলে যান। তিনি বাকুঁড়ার সকলের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তার সাহিত্য ও সেবার মাধ্যমে। তাঁর দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান”। ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন। বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।