অজানা ডাক
(সমাজের নিপীড়িত দুস্থ মাতৃ চরণে শ্রদ্ধাঞ্জলি।)
আজি কে গো নিজ বলে-দূর হতে ডাক দিলে
মোহময় আবেশিত সুরে,
গভীর ডাকের মোহে - যুগ যুগ থাকি দোঁহে
আর সব থাকুক সুদূরে।
হারাক সকলি ধন - আছে যে বিশাল মন
এই ভাবি ছাড়িলাম ঘর,
আছে তো সুজলা ধরা - মুগ্ধতায় শুধু ভরা
হেথায় নহে যে কেহ পর।
দিনরাত রব মিশে - সুদূর অসীমে বসে
শান্ত আকাশ তলে ভুলে,
স্মৃতির আঙিনা পরে - দুজনাই কাছে দূরে
পথ ভোলা আগন্তুক দলে!
সংসার অসার সব - বৃথা মোহ কলরব
প্রেম শুধু চির সত্য জানি,
পার্থিব ধনের মোহ - নিরুত্তাপ থাক দেহ
প্রেমময় বিশ্বলোক মানি!
রাখো আপনার করি - শান্তির আবেশে ভরি
সকলি থাকুক পড়ে দূরে,
অজানা পথের পরে - রেখো শুধু নিজ করে
হারাই তোমার বহু ডোরে!
মেঘ খানি মিশে রবে - শুধুই শরীর ছুবে
আঁচলে ঢাকিব দেহ মুখ,
গাছ ফুল পাখি দলে - বেঁচে রব খালে বিলে
জীবন পাইবে স্বর্গ সুখ!
সুদূর অজানা গাঁয়ে - রব দু’জনাই চেয়ে
বিস্মৃতির কোনো স্মৃতি পরে,
আমরা দূরের থেকে - কাটাইব আলো দেখে
আঁধার লুকাবে মেঘ ঘরে।
অজানা দিগন্ত মাঝে - সব সুখ নেব খুঁজে
বিষাদ হারাবে কোনো খানে,
তুমি আমি বেঁচে রব - প্রেমের পূজারী হব
দু’জনাই দু’জনার মনে!!
রচনাকা : ২০১৭-১৮