উচ্ছল তরঙ্গ
শকুন নয়নে ঢেউ ধায় জল ছুঁয়ে
নদী চলে ক্লান্তিহীন বালিয়াড়ি বেয়ে,
দিনের অন্তিম রেখা বকের ডানায়
ডাকে চাঁদ গগনেতে প্রদোষ ঘনায়।
সকাল দুপুর শেষ গোধূলি আভাস
সূর্য প্রদক্ষিণ পথ উন্মুক্ত আকাশ।
নিরন্তন সময়ের হিসাব নিকাশ
পৃথিবী প্রবীণ আজ উলঙ্গ বিকাশ!
আলাদিন প্রদীপের শেষ ম্লান শিখা
নিষ্প্রভ করিয়া আছে অসীমের রেখা,
জনম সার্থক কোথা সম্পর্কে বিচ্ছিন্ন
সীমানায় বাঁধা দেশ পৃথিবী অভিন্ন।
নির্ঘুম দু’চোখ খুঁজে মিলে মিশে থাকি
অন্তিম পথের প্রান্তে কিছু কাজ বাকি,
হোক সে অনেক দূর সুদূর দিগন্তে
সময়ের পরিমাপ নিশ্চিত অজান্তে,
লোকালয় হয় হোক, হোক জনহীন
নগরে প্রান্তর পথে দিন প্রতিদিন,
আবার বকের সাথে যাবে উড়ে দূরে
দিনান্তের অবসান সন্ধ্যার আঁধারে,
মধ্য গগনের মাঝে একা শঙ্খচিল
চিনাবে আমায় ডাকি শূন্য খাল বিল,
কন্যকা শরীর ছুঁয়ে গুপ্ত ঢেউ রেখা
ম্লান মুখী ধরিত্রীর অশ্রু যায় দেখা!!
রচনাকা : ২০১৭-১৮