নিশিদিন
উড়ুক্কু মন নীরব প্রদোষ
জ্যোৎস্না আলোয় মিশে,
সুদূরের পথে চাঁদ তারা সাথে
নিয়মেই চলে ভেসে।
রোজ চেয়ে থাকি তোমার পথে
শ্যামডাঙার ওই মাঠে,
যে পথ ধরে আসতে একাই
সাগরদীঘির ঘাটে।
নিশ্চুপ ঘাট একা বসে আজও
বড় পাথরের পরে!
আমার দৃষ্টি খুঁজে চলে আরও
অনেক অনেক দূরে!
সেই সুদূরের পিয়ালের ছায়া
দিন খুঁজে কালো গায়,
সবুজ পাতার সুবাসে মত্ত
ঋতুরা হারাতে চায়!
প্রভাত বেলায় ডাকি আনমনে
ঘুমভাঙা সেই ডাকে,
ডেকে ডেকে যাই ঘুমাও রোজই
দক্ষিণ ঘরের বাঁকে।
বেলা বয় তার আপন নিয়মে
সোনালী রৌদ্রে মিশে,
মধ্যাহ্নের শান্ত ছায়ায়
আমি থাকি একা বসে!
ক্লান্তির চোখে ঘুম আসে না কো
তুমি যাও যদি চলে,
রঙের অবেলা একা রং মেখে
আসবে বিকেল হলে।
তারেই ছটায় গোধূলি আভায়
হারাবো সাঁঝেতে দুরে,
সারারাত ধরে জ্যোৎস্নার গায়
খেলবো মাঠের ধারে।
ভোর হবে শেষে আমার বুকেতে
ভোরের আভা মেখে,
আলোথালো বেশএ ভয় ভীত মন
আলোক আঁধার ছোঁবে,
তোমার স্মৃতিতে ভর করে শেষ
নিশি দিন বয়ে যাবে।
রচনাকা : ২০১-১৮