নির্ঘুম তারা
এখন আমি সদাই উদাস থাকি
একলা বেলা চলে আমার মত,
ভোরের বেলা শিউলির ফুল তুলি
দিবস কাটে নিত্য কর্মে যত।
বেলা বাড়ে মাঠের সরু আলে
ঘাসের গায়ে শিশির মেখে ঘুরি,
আমার দুপুর পুকুর পাড়ের ছায়
তোমার ভেবে বনজ ফুলে হেরী।
ওই সময়ে সত্য আরাধনা
শক্তি মাগি প্রভুর চরণ তলে,
হয়তো আমার ছন্নছাড়া মন
তাই রয়েছি আপন ক্লান্তি ভুলে!
বিকাল আসে একলা আমার মত
দক্ষিণ মেঘে অরূপ রূপে সেজে,
এমনি সময় তোমার কথায় মন
মন খেয়ালে উদাস নয়ন ভিজে!
প্রদোষ ক্ষন আবার আরাধনা
জ্যোৎস্না ম্লান বিভাবরী নিশ্চুপ,
আঁধার আসে আঁখির পাতা ছুঁয়ে
নির্ঘুম তারায় দায়হীন চাঁদ রূপ।
রচনাকা : ২০১৭-১৮