মূর্খ তুরগ
নিরক্ষরের সনেট ( 126 )
কোথায় লুকাব নাথ নারীর ঠিকানা !
গর্ভে কাঁদে শিশু আত্মা জনমের ভয় -
জন্মিলে খুঁজিবে নর কিশোরীর কুচ
জরাজীর্ণ ধরা ধামে প্রকৃত বিলয় !
সমাজ শিখাবে তার অন্ধ রীতি নীতি ,
জরতী জরায়ু সিক্ত পিচাষের রসে !
মনুষ্যত্ব বিকাইছে বিকলাঙ্গ গ্রন্থে
নারীর ঠিকানা খোঁজ অন্ধত্বের দেশে ।
জাঙ্গল স্বভাবি বোধ চতুর্দিকে আজ -
জাতিগত শ্রেণিগত ধর্মেতে অধর্মে ,
জ্ঞানাজনে শিক্ষালাভ গুপ্তাঙ্গে সারল্য -
জ্ঞানাঙ্কুর রক্তস্নাত বালিকার মর্মে !
মাতা তুমি আগামীর ক্ষমা কর মোরে
জান্তব্য পুরুষ থাক সৃষ্টির আঁধারে ।
............ 3 . 12 . 2017 ...................
নিরক্ষর
স্নেহের সেই নিষ্পাপ শিশুটির প্রতি আমার ক্ষুদ্র অঞ্জলী ।।
---------------------------------------------------------------------------