মাঠের পথে নদীর চরে সজীব ঠিকানায়
শুকনো আলে কচি ঘাসে কিংবা মোহনায় ,
ভোরের বেলা খুঁজে দেখ চড়াই শালিক দলে
কানা বকের সাথে পাবে আনন্দ হিল্লোলে ।
দুপুর রোদে ছাতিম ছায়ায় চাতক যাবে ডাকি
তৃষাতুর ওই চাতক জানে কোথায় আমি থাকি ,
বিকেল বেলায় সূর্য যখন যাবে দূরের দেশে
দূর আকাশে তারার দেশে রব আমি ভেসে ।
খোসামদের বৃত্ত পথে পাবেনা আমার দেখা
তাইতো আজও ব্রাত্য আমি আমার কিছু লেখা ,
বেশতো আছি নির্জনেতে অভিমান কই হয়
কবিতা এখন উৎসব শুধু বৃন্তে কতিপয় !
সামনে চলুক সুস্থ কাব্য অলিগলির পথে
স্বমহিমায় সাহিত্য থাক সৃজনশীলের হাতে ,
ওদের পথে মিথ্যা শুধুই স্বার্থ খোঁজে রোজ
আমায় তুমি গাঁয়ের পথে নিতে পারো খোঁজ
৪/৩/২০১৮/
তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান। বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন