বই মেলাতে গিয়েছিলাম, কষ্ট হলো আজ
স্টলে স্টলে দেখে এলাম নব্য কবির সাজ ।
পাঞ্জাবি সব ইস্ত্রি করা, শাড়ি মেচিং বেশ
বই হাতে সব দাড়িয়ে কবি, মিথ্যা হাসির রেশ।
অবাক মেলা আজব খেলা, ধূর্ত প্রকাশক
সুস্থ কাব্য তাকায় বৃথাই, ওরাই নির্ণায়ক ।
গুন মান তো রোজই দেখি, বাংলা কটা শব্দ
নানান ভাষায় মিশ্র লেখা, সাহিত্য আজ জব্দ ।
দাড়াও কবি একটু আরো, রাত্রি হয়নি বেশি
একটি বইয়ের মূল্যে জাগুক, আপন মনে খুশি ।

কাব্য চরণ ধুলায় সাজুক বইয়ের মেলা আজ
সৃষ্টি সুখেই থাকো কবি, লেখাই তোমার কাজ ।
কলম খানি আজকে থেকে. আবার নিও তুলে
কবিতা কখনো বিক্রি হয়না, সাহিত্যে পথ ভুলে ।
1/2/2018



তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। আপনারা সকলে আড়ালে থাকা সেই মানুষটিকে ক্ষমা করবেন।