ক্ষণিকের প্রকাশ
নিদ্রাহীন দুর্ভিক্ষের উন্মিলিত আঁখি
জ্যোতির্ময় আসমানে ম্রিয়মান আভা,
একা সূর্য পৃথ্বী পরে ছড়াইছে প্রভা
ভগ্ন চাঁদ ক্ষয় হয় প্রতি নিশি দেখি!
নিত্যদিন ঘটে যাহা দেখিছে দু’চোখ!
প্রকাশ হারায় সব অন্ধত্বের মাঝে,
শিহরিত ভীত মন জাগতিক খোঁজে
ক্ষণিকের অদৃশ্যতা স্তব্ধ বিশ্বলোক!
হিমশৈল হিম কোথা দহনে না ছাই!
মৌনব্রত চরাচর বৃথা সংসার!
অসহিষ্ণু পৃথ্বী পরে মিথ্যা ব্যভিচার -
ইহলোক পথে শান্তি ভাবনা বৃথাই!
প্রভাতের সেই আভা বিলীন আকাশে,
দহনেতে গাত্র জ্বালা প্রখর রৌদ্রের,
গোধূলির পথ পরে বশ্যতা শূদ্রের -
কুন্ডলি পাকায় মন সম্বন্ধ সকাশে!
দিগন্তে উড়িছে মেঘ ছিন্নভিন্ন রূপ
সুদুরের পথ পরে দর্শে মহাকাল!
দিকভ্রষ্ট নাবিকের উদাসীন পাল
ভ্রূকুটি ছড়ায়ে সব করিছে বিদ্রুপ!
আমার একাকী মন কল্পনা বিলাস,
শূন্য তা নিমিত্ত মাত্র ভরা দশদিক,
বৈরাগ্য বাউল আত্মা ঘুরে দিগ্বিদিক -
স্বতস্ফূর্ত মন মোর ক্ষুদ্র অভিলাষ।
ধর্মের পথেতে শান্তি অধর্মতে ক্ষয়
দানেতে প্রসন্ন মন থাক সর্বক্ষণ,
মহা সুখ নিমিত্তর পরায়া সে ধন
মহান চিন্তার স্থল হোক বিশ্বময়।
রচনাকা : ২০১৭-১৮