খুশি যেন আজকে দেখায় সব
খুশি আকাশ খুশি সমীরণ
হয়তো কোথাও তোমার ভেজা চোখ
আমায় খুঁজে চেয়ে সর্বক্ষণ॥
রোদ নেই তো আজকে খোলা মাঠে
পুলক গায়ে বাতাস যেন বয়
গাছ-গাছালি খুশির চোখে চায়
সবাই এসে তোমার কথা কয়॥
বর্ষার মেঘ ডাকছে আমার দূরে
বিদ্যুতেরই ঝলক দেখায় মেঘে
এমনি দিনে বাদল ধারায় তুমি
উদাস হতে আনমনে আবেগে॥
শ্রাবণ ধারা বইলে মাঠে ঘাটে
ভিজতে তুমি তারই জলে এসে
ভিজে শরীর উষ্ণ পাগলপারা
বিবশ আমায় করত দৃষ্টি মিশে॥
সে ছিল এক অন্য অনুভূতি
হাঁসেরা সব মুখ লুকাত জলে
খেলতে তুমি নতুন জলের গায়
আমি ভিজতাম তোমার ভিজে চুলে॥
আঁধার ছুঁয়ে ভিজে বসন গায়
বলতে আমায় দাওনা কাপড় ধরে
শুকনো কাপড় বাড়িয়ে দিলে ক্ষণ
হাতটি ধরে নিতে বুকের পরে॥
বর্ষার মেঘ ওই তো দেখায় আজ
শ্রাবণ বেলা ভিজবে অবেলায়
আমার অধর অশ্রু ধারায় ভিজে
ঝাপসা চোখ উদাস মেঘে চায়॥