প্রথম প্রকাশ ।
...................
.......... হরীতকী আঁধার ......... .
একাকী নির্জন রাতে তুমি এলে পথে
শোনো নি বারণ তুমি যাবে মোর সাথে ,
বাহির হইলে একা বসন্ত ফাগুনে
খুলিনু বাঁধন মোর পুড়াতে আগুনে !
চাঁদ সবে আলো মাখি আকাশের কোলে ,
কিছু তারা ছিল চাহি বাতায়ন নিলে ,
সম্মুখে ছিলোনা কেহ সেদিনের পথে
দাঁড়াইনু হরীতকী আঁধারের সাথে ।
ধীরস্বরে কহিলাম একা কেন আজ ,
ভুলিলে পাইয়া মোরে আপনার লাজ ,
সম্মুখে দাঁড়ায়ে তুমি বলিলে আমারে
আমার সকল কিছু দিনু আজ ধরে ,
নিজ ভাবি লহ তুমি একে একে করি
বসন্ত রাতের মেঘ যাক দূরে সরি !!
...........6 .3 . 2017....
কবি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা আগামী বইমেলায় প্রকাশ করার পরিকল্পনাও ছিলো।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই তিনি কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো প্রকাশ করে যাচ্ছেন। কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে কবির প্রতি সকলের ভালোবাসা ও সম্মান প্রত্যাশা করি।
নাম প্রকাশে অনিচ্ছুক।
সকলে ক্ষমা করবেন।