* হিয়ার জন *
তপন সৎপথী
অসংশ্লিস্ট সব কিছু আজ বাদ দিয়ে দিন শেষে
একাই আমি বেরিয়ে গেছি তোমার দূরের দেশে
আসবো যখন গাঁয়ের পাশে
সাঁঝের প্রদীপ জ্বালবে বসে
সেই আলোতেই চিনে নেব আমার হিয়ার জন
প্রতিদিনই তোমায় আমি খুঁজি সারাক্ষন
ভয় নেই আজ কোন কিছুর অভাং দেহ জুড়ে
চলার পথটি নেব খুঁজে বিহঙ্গদের ভিড়ে
ডাকবে ঝিঁঝিঁ আকুল সুরে
ঠিকানা তাদের সামনে দূরে
বলবো তাদের ডাকছো কেন এমন সাঁঝে শুধু
চিনবো আমি কেমন করে বাজলে নূপুর মৃদু
এমনি ভাবে কখন আমি এলাম গাঁয়ের পথে
চকিৎপানে চাইলে তুমি প্রদীপ আলো হাতে
আঁচল খানি গলার পরে
শুভ্র বসন সাঁঝ আঁধারে
লাল পাড় টি লুটায় দেখি তোমার চরণ ছুঁয়ে
হাত ইশারায় বুঝিয়ে দিলে কানন পথের বাঁয়ে
আজকে রাতে খেলবো আমি উপ্ত কানন মাঝে
উপাসনা শেষ করে তাই এলাম তোমায় খুঁজে
এসেই দেখি অলক আঁকা
দূরের আকাশ মেঘে ঢাকা
গাছের ছায়া লুকিয়ে গেছে আঁধার ভরা রাতে
এমনি ক্ষণে ভয় কোরোনা এসো আমার সাথে
সাঁঝের বেলায় দিয়েছো খুলে বাসী বসন খানি
গরদ শাড়ির আচল টেনে বুক ঢেকেছো জানি
অমনি সাজেই এসো কাছে
জ্যোত্স্না খানি লুকিয়ে আছে
আঁধার রাতে খেলার ছলে হারায় যদি শেষে
শুভ্র বসন দেখতে পাবো পড়লে পথে খসে ।
1 . 12 . 2017