একদিন সব ইচ্ছে গুলো -
জলাঞ্জলি দিয়ে
শুকনো ঘাসে থাকবো বসে -
গাঁয়ের পিছে গিয়ে ,
সেদিনও সব চিনবে ঠিকই -
থাকনা ঢাকা মুখ
বাতাস মিশে কফিন জুড়ে -
সাগর ঢেউয়ের সুখ !
পার্থক্য এমনতো নয় -
অনেক অনেক দূর
তোমার দেয়াল জুড়ে রবে -
আমারই রোদ্দুর !
ঋতুর বাঁধন আলগা হবে -
ঝরা পাতার সাথে
তোমার চলা পালটে যাবে -
জ্যোৎস্না ভরা রাতে ,
বালিশ ভিজে ভিজবে খোঁপা -
স্বপ্ন আদুল গায়
পূর্ব দিকে সূর্য উঠে -
পশ্চিমে রোজ যায় ,
তারেই পিছে রাত আসবে -
পথ ঘাট মাঠ মাঝে
গাঁয়ের পাশে থাকবো বসে -
নিত্যদিনের খোঁজে ।
............ ১৭ .২ .২০১৮


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।  
তিনি গ্রাম্য চিকিৎসক হিসেবে বাকুঁড়া জেলার সকলের কাছে যেমন প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তেমনি কবিতা সৃষ্টির মাধ্যমে সকলের অজস্র ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তাঁর লেখা কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান” পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা পরবর্তীতে বই আকারে প্রকাশ করার তাঁর পরিকল্পনাও ছিলো,  (প্রকাশিত হবে)। সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে। আসুন,  আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর  প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। আপনারা সকলে আড়ালে থাকা সেই মানুষটিকে ক্ষমা করবেন।