একলা পথে
সকল পথে একাই চলি আমি
কেও ডাকে না কেও দেখে না চেয়ে,
শূন্য পথ আমার পানে চায়
আমি চলি পথের ধুলা গায়ে!
ঝলমলিয়ে নব্য সমাজ আজ
আমার গায়ে মাটির কারুকাজ!
মাটির মোহে অহংকারী আমি
অহংকারীর ইচ্ছা মূর্ত লাজ।
প্রভাত কিরণ আসে সবার এক
একই রকম আদিম সূর্য রূপ,
চন্দ্রিমা রাত প্রেমের আতর গায়
জ্যোৎস্নার চাঁদ ক্ষয় হয় নিশ্চুপ।
নবীন ভাষা অক্ষর আজগুবি
পাওনা থাকে না বোঝা সব মানে,
ইচ্ছে মত নিয়ম বিধি যত
আমার চলা বিনীত নির্জনে!
ইচ্ছা শক্তি প্রকট নম্র খোঁজ
হার মানে না বৈষম্যেও যত,
ভাবনা খুঁজে সত্যসাধন পথ
মুক্ত চিন্তা চলুক খেয়াল মত।
অসাধ্য আর নেই তো কোনো কিছু
যুক্তি তর্ক ঠোঁট ছুঁয়ে সব থাকে,
আমার পথে উড়িয়ে যতেক ধুলা
চলি আমি মন উদাসী বাঁকে।
এমনি করেই কোন একদিন শেষ
হারিয়ে যাবো কেও পাবে না খুঁজে!
হোক না তেমন সৃষ্টিতে ঠিক রবো
বিনম্রতায় মাটিতেই চোখ বুজে।
রচনাকা : ২০১৭-১৮