বিত্তবানের বিধান দানে -
বিচিত্র এই দেশ ,
এখানে ফসল ফলায় ঘাম ঝরিয়ে
কৃষক গরিব বেশ !
নিয়ম বানায় তোমার আমার
ওদের নিয়ম নাই ,
ওষ্ঠে হাসি চিকন ভাষী মূর্খ যাচ্ছেতাই ।
ওরা -আঙ্গুল তুলে ভাষা বোঝায়
এটাই ওদের ধর্ম ,
আমারা মিছে ঘুরছি পিছে
দলদাস অপকর্ম !
এখন শুধু বুঝাই নিজে হাজার সমস্যায় ,
কাজ নেই তাই ভাঙছি মূর্তি নীতির অধ্যবসায় ।
তোমার আমার সুপ্ত চেতন
বিস্ফোরণেই শেষ ,
পতন অনিবার্য রাজা
এ যে জনগণের দেশ।
....... ১১/৩/২০১৮
তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ তারিখে এক সড়ক দুর্ঘটনায় তিনি দুর্গাপুর (পশ্চিমবঙ্গ) গৌরিদেবী হাসপাতালে ভর্তি হন। সকলের প্রার্থনাকে মিথ্যে প্রমাণিত করে তিনি ২ অক্টোবর, ২০১৮ তারিখে না ফেরার দেশে চলে যান।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন। আপনারা সকলে আড়ালে থাকা সেই মানুষটিকে ক্ষমা করবেন।