ঈশ্বর কাঁদেন কাঁদেন আল্লাহ্ ভয়ভীত ভগবান
তোমার সৃষ্টি মানুষই দেখ হয়েছে যে শয়তান ,
মসজিদ ভয়ে মন্দির চুপ গীর্জা ধূলায় পথে
দেবালয়ে সব অধর্ম রচে বিধর্মীদের সাথে !
ধ্বংস রচিছে নিজেই নিজের বুঝেও বুঝেনা তারা
পৃথিবী নিজেই ভয়ভীত আজ সবাই বাস্তুহারা !
গলছে মেরু ভাঙছে পাহাড় লোপাট হচ্ছে সব
প্রত্নতত্ত্ব বিলীন ধূলায় ইতিহাসে শুয়ে 'শব' ,
ধর্ম মিথ্যা শিক্ষা বেকার বোধহীন আজ নর
আল্লাহ্-বুদ্ধ-ঈশ্বর চুপ অধার্মিকের ঘর !
ছিঁড়ছে কাপড় দিন আলোকে নগ্ন সবার বোন
ভাবার সময় আছে কোথায় কে যে আমার কোন !
অন্নবিহীন কাঁদছে শিশু যুবক নেশার ঘোরে
ফিরেছে লাশ অর্ধনগ্ন রোজই এর-ওর ঘরে !
ধার্মিক সাজে টিকে আছে সব অস্তিত্বের দায়
ধর্মের কোন দায় নেয় দেখ আমরা মরছি হায় ,
আমার আল্লাহ্ খুঁজে নাই আজ ঝলমলে মসজিদ
বুদ্ধ একাই পাথরের পরে বড়ো অসহায় বিদ !
ঈশ্বর তুমি কোন দেবালয়ে মূর্তিতে আছো মিশে
মিথ্যা তোমায় অন্ধ সাজাই মুখ টিপে সব হাসে ,
শান্তির স্থল খুঁজতে হবে না মদিনা-বৌদ্ধগয়া
বৃন্দাবন-জেরুজালেম এক অন্তরে থাক মায়া !
ভক্তি-শ্রদ্ধা-মনুষ্যত্ব জাগুক নতুন করে
ঈশ্বর-আল্লাহ্ -ভগবান আছে পৃথিবীর প্রতি ঘরে ।
............ 14 . 6 . 2017 .....
তপন সৎপথী (নিরক্ষর) গ্রাম্য চিকিৎসক হিসেবে বাকুঁড়া জেলার সকলের কাছে যেমন প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তেমনি কবিতা সৃষ্টির মাধ্যমে সকলের অজস্র ভালোবাসা ও সম্মান পেয়েছেন। তিনি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তাঁর লেখা কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান” পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা পরবর্তীতে বই আকারে প্রকাশ করার তাঁর পরিকল্পনাও ছিলো, (প্রকাশিত হবে)।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
আসুন, আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।