নাম শুনেছো চলনবিল আকাশ মিশে দূরে –
ফরিদপুর আর সিরাজ গঞ্জ দেখবো চলো ঘুরে ,
জন্ম থেকে বইছে আজও বাংলামা এর কোলে
জন্ম মৃত্যু নিত্য দিনেই ঘটে বিলের কূলে !
অনেক স্মৃতি হাজার গল্প বিলের জলে ভাসে
বিশাল জল ভূমি আমার নাটোরের ওই দেশে॥
কি নেই তার শরীর জুড়ে হরেক বনজ ফল –
বড়াই-তুলসী-ভাদাই আজও বইছে কল কল ॥
বুনো মহিষ-শুকর, পাখি নানান মাছে ভরা
উত্তর পূব নদী নালায় বইছে জলের ধারা ॥
আরো যাবো রাণীনগর-পাবনা যাবো শেষে
চলনবিলে সাদাবকও বিলের ঝিলে আসে ।
চড়বে তুমি তালের ডোঙ্গা-কলাগাছের ভেলা
গহনার নৌকা-ভুরা নিয়ে ভাসবো দুপুর বেলা !
পানসি-ডুলি-পালকী আছে বাজে কলের গান
অসীম আকাশ তলে বয়ে বাংলা মায়ের জান !
চেয়ে দেখো ওই যে দূরে আকাশ গেছে মিশে –
ঝাপসা হয়ে আর আসেনা চোখে কিছুই ভেসে ,
আরো দূরে অনেক দূরে নীল রেখারই পারে –
বড়ালের জল যমুনায় ভাসে চলনবিলে ঘুরে ॥
চলো তোমায় ধরে দেব তিরমূল-বালিহাঁস –
বড়বিল আর ঘুগুদহে মাছরাঙা দের বাস ॥
একটু আগে পাবনা জেলা চলনবিলের গায় ,
সোনাপাতিলা-গজনা বিলে কুমির খেলে তায় ॥
গুরকা বিলে ঝিনুক মিলে মুক্তা পাবে তাতে –
করতোয়া-গুড়-বড়াল-ভাদাই সকলে এক সাথে ॥
সকাল বেলায় ভেলায় ভেসে তোমায় নিয়ে যাব
পথের ধারে শাপলা শালুক ভেলায় তুলে নেব ॥
দুপুর হলে হরেক রকম মাছ পাখি সব ধরে –
সাঁঝের বেলায় বসবো এসে নাটোরের রাজ ঘরে ॥
বাঈজী সাথে রাতটি জেগে কিংবা বাউল গানে
না হয় পথে হারিয়ে যাব কানা বকের সনে !
হারিয়ে যাব চলনবিলের বিশাল জলের মাঝে
থাকবো কোন বিলের গাঁয়ে কেও পাবেনা খুঁজে !
…………. 16 . 3 . 2017 ………. @…..
বাংলা দেশের বিস্তৃত জলরাশি হলো চলনবিল