তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।

ছয়টি ঋতু
=======
শরীর ভাঁজে গোপন খাঁজে রাত্রি নীরব পার
আলতো ছুঁলে শান্ত আকাশ নিমিত্তে ছারখার ,
চোখের কোণে বরফ জমে অশ্রু কোথায় কই
ঠোঁটের 'পরে গোলাপ রঙে আস্ত পাগল হই ,
ঋতুর কথা বলবো কি আর সকল ঋতু শ্রেষ্ঠ
মনের ভিতর সুপ্ত দহন প্রকাশে অতিষ্ট !
গ্রীষ্মে দূরে দেখি শুধুই মরীচিকার নৃত্য
বর্ষার মেঘ দেখলে খানিক মন ভিজে নিমিত্ত ,
শরৎ কালে শুভ্র ভালে কাশফুলে অজান্তে ,
ভাবলে ভাবি মিলন হবে গ্রামের মেলা প্রান্তে ,
হেমন্ত আর শীতের আবেশ শরীর করে শান্ত
দিনের বেলা চাদর জড়াই রাত্রিতে অশান্ত ,
এই সময়ের থাক না কথা বেশতো প্রাণবন্ত
বসন্ত আশ পলাশ ফুলে কৃষ্ণচূড়ায় অন্ত ,
এমনি করে রঙীন সকাল হাল্কা শীতে মত্ত
বসন্ত রাত শরীর ভাঁজে চুপ চাপ উন্মত্ত !
প্রতি ভোরেই উঠে তপন বিদায় দিবস অন্তে
শুষ্ক ঠোঁটে একটু ছোঁয়া ঘুম চোখ অজান্তে ।
25 .1. 2018. তপন সৎপথী ।