যতই ভাবি দেখবোনা তার জলের ফোঁটা গায়ে
রোজ দুপুরে যাই পুকুরে তাকেই খুঁজে চেয়ে ,
সময় এখন ঠিক মিলে যায় দুপুর থাকে শান্ত
জলের 'পরে উরস প্রকাশ মুক্ত প্রাণবন্ত !
প্রথম যেদিন দেখেছিলাম ,একলা ছিল ঘাট ,
এসেছিলাম গাঁয়ের পথে শুনসান দূর মাঠ ,
দেখবো ভেবে আসিনি তো ক্লান্ত সেদিন আমি
ছায়ার খোঁজে গরুর পালে নীরব চারণভূমি ,
দেখায় দূরে পুকুর পাড়ে ছোট্ট শিমুল গাছ
বসেছিলাম তার ছায়াতে জুড়াতে রোদ আচঁ ।
ক্লান্ত মনে শান্ত ছায়ায় ঘুমিয়ে ছিলাম একা
পুকুর ঘাটে জলের শব্দে পেয়েছিলাম দেখা ,
ঘুম চোখেতে ভাবি সেদিন দেখছি তো ঠিক সব
ভিজে গায়ে জলের ফোঁটা অরূপ অবয়ব !
মুক্ত ছিল কটির বাঁধন স্পষ্ট নীরব বুক
আঁচল ভাসে সচ্ছ জলে অনাবিল তার সুখ !
ঢেউ গুলি তার অঙ্গ ছুঁয়ে শুধুই ভাঁজে খেলে
উতল ঘ্রানে সমীর উদাস ছায়া বিজন স্থলে !
সূর্য সাথে দিন চলে যায় এমনি ভীষণ কাজ
ঠিক দুপুরে পুকুর পাড়ে উজাড় করা লাজ ,
আসি একা দেখবো বলে আজও ঘাটের কাছে
প্রতিদিনই বেলা গড়ায় শিমুল ছায়ায় নিচে ।
.................... ৫ . ২ . ২০১৮ ........................
তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।