দূরাকাশে বলাকার অদৃশ্য ভুবন !
আজিকার বিপর্যাস প্রকাশ্যে বিথান
সুমধুর সুরে লাস্য ইন্দ্রিয় গোপন ,
উতলা করিছে দিকে নিশীথের প্রাণ ।
অপ্রকাশ চাঁদ তারা জ্যোৎস্নার পিছে ,
শ্রাবণ যৌবনা মেঘে তীব্র বরষণ !
প্রেমাগ্নি দহন সার ছাইভস্ম নীচে ,
নিঝুম রাত্রির খোঁজ বাসর বিজন ।
গরল উদ্গারে মেঘ শ্রাবণের ধারা ,
অহেতুক চঞ্চলতা বাগেশ্রী ধারায়
আড়ষ্ঠ তনুর স্পর্শ , মেঘ দিশাহারা !
দিগন্তে ভ্রমিয়া বাই বহতা হারায় ,
বরষণ সঙ্গোপন উতলা শ্রাবণে -
বিবশ রজনী হারা দিকভ্রষ্ট ক্ষণে ।
25/7/2017
কবি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তাঁর লেখা কবিতা নিয়ে দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান” পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা পরবর্তীতে বই আকারে প্রকাশ করার তাঁর পরিকল্পনাও ছিলো, (প্রকাশিত হবে)।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
আসুন, আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।