অনন্ত প্রেম
চলো চলে যাই - দূরেতে হারাই
নীল দিগন্ত পারে,
মেঘ ভেসে ভেসে - মিশে যাবে এসে
নির্জনে ওই দূরে।
চাঁদ ঢাকে তারা - জোছনায় ভরা
নীলিমায় আলো খেলে,
মেঠো পথ ধরে - হারাবো সুদূরে
আর সব রব ভুলে।
ওই পর বাসে - সুখ অভিলাষে
মেঘ ছুঁয়ে দু’জনাই,
বৈরী হওয়ায় - উদাস মায়ায়
নির্জন ঠিকানায়।
ভোরের আলোতে - তোমাতে আমাতে
গাইব প্রাণের গান,
অসীম আকাশে - যাবে সুর ভেসে
জাগবে নতুন প্রাণ।
দিবালোকে চেয়ে - রোদ মেখে গায়ে
ঘুরব আপন মনে,
কোনো ছায়া তলে - উত্তাপ ভুলে
বসে রব তোমা সনে।
গোধূলি বেলায় - নীল নিরালায়
দেখবো তোমার মুখ,
সাঁঝ এলে ঘরে - জ্যোত্স্নাকে ধরে
নয়ন হেরিবে সুখ।
এমনি করেই - দূরে সুদুরেই
বসে রব চিরকাল,
তোমার আমার - প্রেম অভিসার
নীরবে অনন্তকাল!
রচনাকা : ২০১৭-১৮