আমি রোজ ছুঁয়ে থাকি অন্ধকার গাঢ় কালো রাত-
নিমেষে হারায় দিক নিন্মগামী জলপ্রপাত ,
তারাদের কোল বেয়ে ছেঁড়া মেঘ গুটিগুটি পায়ে-
প্রতিদিন যাত্রা পথে কে দেয় বিছায়ে ফুল
নদী তীরে ছাইভস্ম উড়ায়ে !
জগদ্বাসী শকুনেরা দৃষ্টি রাখে অন্ধকার চিরে
জোনাক আলোয় ঘেরা বজ্রাসনে বসায় কে ধীরে।
শুষ্ক বালু সমীরণে উড়ে যায় আপন বেখেয়ালে
'শবের' সর্বাঙ্গ জুড়ে হলুদের কারুকাজ -
বসন হারায় নদী কুলে ।
ভেসে আসে ব্রাহ্মণের মন্ত্র যত শ্মশানের ভূমে,
চিতায় জ্বলন্ত 'শব!'
ত্বাদৃশ জুড়াই প্রাণ অগ্নিদেব কোলে ।
নিয়মেই রাত্রি আসে-
নিরক্ষর থাকে দূরে অন্ধকার মেঘে
ছাইভস্ম উড়ে যায়, তুমি শুধু থাকো রাত জেগে ।
১১/৭/১৮ তপন সৎপথী ।
তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।