আমার ধর্ম
মানুষ আমি কর্মেই মোর আসল ধর্ম সার
নিত্য সুখে থাকবে সমাজ খুশিতে সংসার,
শান্ত পথে চলবে সবাই খেলবে শিশু মাঠে
ঘুরবে যে যার নিজের মত দূরের পথে ঘাটে,
তোদের ধর্মে হিংসা দেখি মানুষ মারছে ধরে
আমার ধর্মে মনুষ্যত্ব বিশ্বের প্রতি ঘরে।
তোদের ধর্মে কল্পনাতে দেবদেবী-যীশু-নবী
আমার ধর্ম প্রেম বিশ্বাস দুঃসাহসের ছবি!
তোদের শিক্ষা মিথ্যা বোধ বিভেদ বিদ্বেষী
আমার কর্মে উদ্ভাসিত চাঁদ-তারা-রবি-শশী।
তোদের ধর্মে নরপশু তোরা মূর্খ ধর্মদাস
মিথ্যা ভক্তি মিথ্যা শ্রদ্ধা মিথ্যার আশ্বাস!
কথায় বিষ মিশ্রিত তোর কর্মে আগুন জ্বলে
তোদের সমাজ ধ্বংস হবেই ধর্মের দাবানলে!
ভন্ড বেশে যে যার মত বেশভূষা ভেক ধরে
ধর্মের নামে করিস শাসন কিছু মূর্খের তরে,
সত্যিকারের কোন ধর্মই তোদের ধর্ম নয়
তোদের ধর্মে বিনাশ দেখায় ধ্বংসও নিশ্চয়!
শ্রেষ্ঠ মানব মানবতাবোধ আমার ধর্মে রয়
তোদের ধর্মে মূর্খ ভন্ড নির্বোধ কতিপয়!
তোদের ধর্মে ভণ্ড গুণী লেখক বুদ্ধিজীবী
স্বার্থে তাদের কলম চলে বেচারারা পরজীবী,
তোদের ধর্মে রাজাও থাকে মূর্খ প্রজার সাথে
ক্ষুদ্র স্বার্থে নীতিকার হয় দানদক্ষিণা হাতে!
আমার ধর্মে সীমানা অসীম মুক্তির ধরা তল
আমার ধর্ম-গ্রন্থের পাতা অগণিত লোক বল,
মানি না আমি জাতি ধর্ম মিথ্যার ভেদ বুলি
আমার ধর্মে সঠিক কর্মে করুণার পথে চলি।
সত্যের পথে চলছে যারা সেই মোর ভগবান
আল্লাহ আর ঈশ্বর তিনি ভিখারি বিত্তবান,
তিনিই আমার হৃদয় দেবতা জীবন্ত ঈশ্বর
তাইতো আমার দেবালয় সব দুস্থের চালা ঘর।
রচনাকা : ২০১৭-১৮