কবি তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী।
আলতো ছোঁয়ায়
তপন সৎপথী
আলতো করে ছুঁয়ে দিও সামনে থেকে নয়
সামনে এলে আজও আমার মন চঞ্চল হয় !
সত্য তোমার শরীর খানি ভীষণ এলোমেলো
নয়ন হারায় অরূপ রূপে স্পর্শে দহন জ্বালো !
বলেই ফেলি আড়াল করা সত্যটুকু আজ
রাখবো না আর সুপ্ত মনের গোপন কোন লাজ ,
প্রথম যেদিন দেখেছিলাম কাঁসাই নদী তীরে
চিকন বালি উঠল হেসে তোমার চরণ পরে ,
সেদিন তোমার ভিজে বসন শরীর ছিল স্পষ্ট
খানিক খোলা পিঠের পরে চুল ছিল আরষ্ট !
সিক্ত সবেই দোষেই কিবা নয় তো শুষ্ক কেশ
আমায় হঠাৎ দেখে তুমি লাজুক হলে বেশ ,
ঘুরিয়ে আঁচল ঢাকলে কিছু উদাস করা বুকে
সাগর মরু মিলিয়ে গেল অধীর শুন্য বাকে !
জলের ফোঁটা শরীর বেয়ে শুধুই গড়ায় তলে
পায়ের ছাপে খুঁজি আজও আঁধার ছোঁব বলে ।
................. 29 . 1 . 2018 ...........................