আগের মতই

কয়েক খানি মূল্যবোধের গান
সুর ধরেছে একাই পথের ধারে!
যে পথ ধরে যায় না এখন লোক
অন্য পথ আসমানে মেঘ ঘুরে।
আতর সুবাস চিকন চমক পথ,
নিয়ন আলোয় রাত্রি আমেজ বেশ!
অনেকটা দূর হোক না দেখায় ঠিক
নেশার চোখ আফিং কালো কেশ।
মুলতানি রং গাঢ় সমুজ্জল
রাত্রি প্রভা আলোর অট্টহাসি!
রাত পেঁচারা একটু আমেজ গাঁয়
দেখেই বুঝে হয়তো সে পরদেশী।
ধীরে ধীরে অবক্ষয়ের ডাক!
রাত্রি টানে আঁধার ঘরের পরে!
আজ কে শুধুই পিছলে পড়ে পা
খোলা আকাশ আনমনে সুর ধরে।
না না দেখার ভুলে এমনি প্রকাশ হয়
এই তো নবীন আদিম চাদর উড়ে,
হারুর বউয়ের হনহনিয়ে চলা
সবেই আছে গ্রামীণ শহর জুড়ে।
গড়ের মাঠে মুখ লুকিয়ে মুখ!
গাছের ছায়ায় রোদ বসেছে এসে!
প্রসাধনীর গন্ধ সুবাস খানি -
উগ্রহওয়ায় আসছে নাকে ভেসে!
ঠিকয়েই আছে সবেই আগের মত
প্রকাশ টুকু বদলে গেছে আজ,
হয়তো তাতেই মনের বাতিক গুলো
পাচ্ছে বুঝি দেখলে যতেক লাজ।


রচনাকাল : ২০১৭-১৮