হে দয়ার সাগর তুমি ,
মোর প্রণাম লহ এই শুভ জন্মতিথীতে ।
দরিদ্রের পাশে ছিলে আজীবন ,
তা খোদিত আছে বীরসিংহ পুরের মাটিতে ।
জাত-পাত, সতীদাহ কুসংস্কার ভরা সমাজে ,
অন্ধকার থেকে উঠিয়ে এনেছিলে জ্ঞানের আলোতে ।
দুরন্ত, সাহসী, দৃঢ়চেতা আদর্শ মানব তুমি ,
সব ফেলে এগিয়ে এসেছিলে নারী শিক্ষা ও
বিধবা বিবাহ প্রচলনে ।
বাংলা গদ্যের প্রথম রূপকার তুমি ,
তোমারই হাতে তৈরি বর্ণপরিচয়, কথামালা,
বোধদয়, ব্যকরণ কৌমুদী ।
হে মেদিনীপুত্র আবারও ফিরে এসো ,
এই মহামারীর দেশে, পথপ্রদর্শকের বেসে ।          

            ===========