হায়রে মোর স্বদেশ ।
তোমার মাটিতে কত রকমের কত মানুষের বেশ ।
একি আটসট্টি বছর আগের স্বাধীনতা ?
নাকি ব্রিটিস যুগের পরাধীনতা ?
পরাধীনতার প্রাচীর ভেঙ্গে এসেছিল স্বাধীনতা ।
এখনও স্বাধীনতা তা অটুট রয়েছে ?
হয়নি তার অমর্যাদা ?
কত মানুষের কান্না হাহাকার ঘরে ঘরে ।
শহীদ হয়েছে কত মানুষ ।
এই স্বাধীনতার তরে ।।
হারিয়ে গেছে নেতাজি সুভাষ ।
শহীদ হয়েছে ক্ষুদিরাম ।।
এখনো আমরা তাদের কে সবাই মিলে
জানায় সহস্র কোটি প্রনাম ।
তমলুকের সেই মাতঙ্গিনী নাম
মিত্যুর শেষ পর্যন্ত গেয়েছিল
সেই বন্দে মাতরম গান ।।