যদি তুমি দেখতে
আমার না বলা কথা বুঝতে ।
চোখের পানে তাকিয়ে
অজানা ভাষা খুঁজতে ।
আলতা পায়ে ঝুমঝুমিয়ে
মেঠো পথে চলতে ।
কলসি নিয়ে দুলতে দুলতে
বাঁসের সাঁকো পার হতে ।
সকাল বেলায় স্নানের পরে
নিজ হাতে ব্যাঞ্জন রন্ধন করতে ।
বিকেল ঘনিয়ে সন্ধা নামলেই
শঙ্খ-প্রদ্বীপ নিয়ে লক্ষ্মী পাঁচালী পড়তে ।
ঘোমটা ঢাকা লজ্জ্বা নিয়ে
বারে বারে ফিরে আসতে ।
আর, যাবার সময় পিছন ফিরে
মুচকি হেসে কইতে.......।
---------