শ্রাবণের ধারায় টিপ্ টাপ্ বৃষ্টি ।
সুন্দর সজ্জিত ফটোফ্রেমে দৃষ্টি ।।
চন্দনে পুষ্পের সুগন্ধিত শোভা ।
উচ্চারিত সঙ্গীত, তিরধিত বধির আভা ।।
বিশ্বজুড়ে আবৃত আবিষ্কৃত ভাষা ।
লেখনির স্পর্শে ছিল ভবিষ্যতের আশা ।।
জীবন সায়ন্বে হারিয়ে কলম ধরার শক্তি ।
তাই ব্যাথিত শেষ কবিতার পংক্তি ।।
অন্তরের বেদনা বিকশিত কণ্ঠে ।
হে মোদের দেবতা ফিরে এসো ,
নব রূপে নব সাজে
উদভ্রান্ত হৃদয়ের মাঝে ।।
-------------
নমষ্কার