নারী তুমি জেগে ওঠো ।
ঘুমিয়ে থেকো না আর - জেগে ওঠো !
সমাজে ঘুমন্ত নারীদের জাগিয়ে তোলো
অশ্রূ জলের বদলে বাহির করো অগ্নিশিখা ।
নারী তুমি ভয়ে ভৃত হয়ো না
রূদ্ধশ্বাসে এগিয়ে যাও বিশ্ব সংসারে ।

নারী তুমি থেকো না শুধু গৃহবধু ।
আর এ জীবন নি:শেষ হতে দিও না
তুমি জ্বলে ওঠো সহস্র নারীর যন্ত্রনায় ।
তুমি থেকো না লাঞ্ছিত নিপিড়িত হয়ে
ধরো অস্ত্র ! বিদ্রোহ কর !
নারী তুমি জেগে ওঠো ।

নারী তুমি থেকো না শুধু সাত পাঁকে বাঁধা হয়ে ।
নিজেকে জড়িয়ে ফেলনা শুধু সংসার সন্তানে ।
তুমি বীর-বীরাঙ্গনা , তুমিই সৃষ্টি
দেখাও সেই চোখ ঝলসানো তেজময়ী মুখশ্রী ।
তুমি তোলো হুঙ্কার ! জয়ধ্বনী দাও !
নারী তুমি জেগে ওঠো ।

নমষ্কার