এই শুভ দিবসে
বাঙালীর হৃদয় যেন বিষন্ন চিত্রে
মহালায়ার অপেক্ষার শেষাবসান ঘটিয়ে
মাকে জানাই আমন্ত্রণ, এই পুণ্য প্রভাতে ।
আজ গগনে পবন ছড়িয়াছে
বার্তা কানে কানে ।
আকাশের নীল যেন ধরা দিয়েছে
মাটির দেওয়ালে ।
সময় হয়েছে হারিয়ে যাওয়ার
আগমনী রোদ মেখে ।
মিষ্টি সুবাস ভরা শিউলি গন্ধে ।
হালকা বাতাসে কাসের নৃত্যের ছন্দে ।
মায়ের আগমনীর খবর পেয়ে
এই মহালগ্নে বলছে আকাশবাণী -
"সর্বমঙ্গল সর্বমঙ্গল্যে
শিবে সবার্থাসাধিকে "
ভোরের আলো ফোটার আগেই উঠছে সবাই
ঘরে ঘরে বাজে মঙ্গল শঙ্খ,মিষ্টি মধুর সানাই
ছোট্ শিশুর কলতান ,গাছে গাছে পাখির কুজন
মোদের চিত্তে ভেসে ওঠে "নৃত্যে দুর্গতিনাশিনী "
চঞ্চল আঁখি যেন
মানে না মানা ।
অবুঝ শিশুর এতই
করছে দস্যিপনা ।
অধরা মন থাকছে না রধ
দেখবে বলে মহিষাসুর বধ ।
আগমন চাই মোরা
দেবর দুর্গতিনাশিনী ।
বাঙাল হৃদয় উথাল পাথাল
টেলিভিশন " মহিষমর্দিনী" ।
"জাগো দর্গা ,জাগো পদপ্রার্থিনী
অভয় শক্তি প্রদায়িনী,তুমি জাগো ......."