ফেলে আসা কবিতায় ,
বারে বারে ফিরে যায় ।
কিছু স্মৃতি আর কল্পনা ,
ছিল যেথা সুখের ঠিকানা ।
সব কিছু হারিয়ে সে বোঝে ,
ছুটে চলে প্রকৃতির খোঁজে ।
শব্দেরা হেঁটে হেঁটে আজ তারা ক্লান্ত ,
কলমের আগুন দেখ হয়ে গেছে শান্ত ।
ধুলো মাখা ডায়রির পাতা ফিরে বাস্তবতায় ,
ভয় পেয়ে কবিরা আজ মুখ গুঁজে সততাই ।
ভালোবাসার গন্ধ সত্যি কি ভোলা যায় ,
ব্যর্থতা কান পাতে বিষাদের জানলায় ।
মুহুর্তেরা ঘুরে বেড়ায় নিসিদ্ধ কবিতায় ,
কবির যখন অসুখ করে পাণ্ডুলিপি গিলে খায়।
          
                   নমস্কার 🙏