অতীত খুঁজে পাওয়া চিঠি,
বর্তমান প্রশ্নের মানে ।
কঠিন কঠিন শব্দ মিলে ,
বুকে আঘাত হানে ।
ভালোবাসার ছবি গুলো ,
মোড়া রঙীন খামে ।
অভিমনের সাক্ষী সকাল ,
বন্দী তোমার নামে ।
নীরবতার বাক্যরা সব বাঁচে ,
ঐ শেষ পাতা জুড়ে ।
স্বপ্নরা সব কাছে আসে, হাতবাড়ালেই -
সরে যায় দূরে ।
অতীতের অজস্র নোনা জলে ,
ভিজে আছে চিঠির দেওয়াল ।
স্মৃতির কবর খুঁড়ে দেখি ,
পড়ে শুধু শব্দের কঙ্কাল ।

===========================