আসিফা একটি ছোট্ট মেয়ে ।
তার মেয়েবেলার বয়স মাত্র আট ।
যৌবনের আঙিনায় পা দিতে বাকী অনেক ।
তবুও হিংস্র নারী খাদকের দল
ছিঁড়ে খুঁড়ে খেল তার নিষ্পাপ দেহ ।
অসহায় নাবালিকার দেহে থাবা বসাল
একর পর এক কতকগুলি নষ্ট পুরুষ ।
শক্তির দম্ভে লালসার শেষে......
পড়ে থাকলো
পুরুষ গন্ধমাখা তার নিথর দেহটি ।
আমারা দিনের পর দিন ভূলে যাচ্ছি
আমারা ভারতবর্ষে বাস করিতো ?
যেখানে আছে 'কন্যশ্রী' , ' শিক্ষাশ্রী' , 'বেটি বাঁচাও'
আরো কতো কী
তাহলে কেন ?
দিনে দিনে বেড়েই চলছে ঘন্টার গুনিতকে
আসিফার মত মেয়েদের সংখ্যা ?
আসিফা তোমরা ফিরে এসো ।
তোমরা ফিরে এসো রনাঙ্গিনীর বেসে ।
ধরো অস্ত্র ! আগিয়ে যাও রুদ্ধশ্বাসে ।
তোমরা ভয়ে পিছিয়ে পড়ো না ।
ক্ষত বিক্ষত শরীর নিয়েও তোলো হূঙ্কার ।
বাজিয়ে ফেলো রনডঙ্কা ।
তোমাদের কান্নার প্রতিটি শব্দ
ধ্বনীত হোক বিশ্ববাসীর কানে ।
শিউরে উঠুক নারীলোভী পৈশাচিকের দল ।
আসিফা তোমরা ফিরে এসো ।
মাতঙ্গিনী-ঝাঁসির রানীর বেসে ।
-----------------