সকাল আমার অন্য রকম ,
সবার সাথে মিসে না ।
চোখের কোণে সুখের খবর ,
হৃদয় অবধি আসে না ।
আকাশ বুঝি শান্ত এখন ,
বৃষ্টিতো আজ হবেই না ।
শালিকরা তো বেশ খোস মেজাজে ,
ঝগড়াতো আর করেই না ।
মাংসের চাহিদা কমেছে বোধহয় ,
জিভেতো আর জল ঝরে না ।
মাথা আছে ভার, শরীরে প্রচন্ড ব্যথা ,
তাওতো কেউ উঠতে মানা করে না ।
সবাই আজ ঘড়ির মতোই ,
প্রয়োজন ছাড়া তাকাই না ।
বাঁশরীর ঐ বাঁশীর সুরে ,
প্রেমতো আর জাগে না ।
তুমি আসবে বলেই ,
সেই আকাশ আর মেঘলা থাকে না ।
তুমি আসবে বলেই ,
সেই কৃষ্ণচুড়া আর সতেজ থাকে না ।
  --------------------