প্রিয় রুদ্র
আকাশটাকে নিজের করে সেই কবেই তো
সেখানে একটা নিজের বসত করেছো
কখনো নিজেই হাত বাড়াও আবার কখনো চেয়ে থাকো
জানতে চাই না, আকাশ তোমাকে কতোটা ভালোবাসে
বলতে চাই না তোমার প্রিয় সকাল কি আজো কুয়াশায়
তোমাকে সত্যি ভালোবাসা নিয়ে খুঁজে ফিরে!!
বড্ড অভিমানী তুমি কি সহজেই নিজেকে এক লহমায়
আড়াল করে নিলে পৃথিবীর সমস্ত মেকি বন্ধন থেকে,
তুমি তো রুদ্র-
অতোটা ছুঁয়ে যেতে পারে সাধ্য কার
আকাশ কি খুব আপন করেছে তোমার কষ্টগুলো!!
প্রেমের সংজ্ঞা আর পাওয়া হয় না তোমার অভিমানী
লেখার ভাঁজের তপ্ত শব্দের মায়াজালের লৌকিকতায়
দিব্যি সকাল এখন ভিন্ন ভিন্ন সন্ধ্যার জ্যোৎস্নায়
তুমিহীন রাত কাটিয়ে মধ্য রাতের শূন্যতায় পূর্ণ হয়,
কেবল আর অপেক্ষায় থাকে না সকাল
তুমি ও ভালোবাসার মিথ্যে ইন্দ্রোজালের ঘোরে হও না বিভোর!!!
প্রিয় কবির জন্ম দিনে এই শ্রদ্ধাঞ্জলি