রাত পেরিয়ে নিঃসঙ্গ মধ্যরাত তোমায় ছুঁয়ে প্রশ্ন করে- একলা তুমি কেমন আছো!
তোমার বিস্ময় ভরা চাহনি রাতকে আড়াল করে- উত্তরের অপেক্ষায় জোৎস্নার মুখোমুখি,
একান্তেই বলে যাও শুনে নেই আমি!!
একটা ভোরে দুজনের খালি পায়ে শিশির ভেজা
ঘাসের বুকে হেঁটে যাওয়ার দৃপ্ত শপথ কেমন ফ্যাকাশে;
ইচ্ছে গুলো জলের ধারায় বর্ষার রঙে মিশে যায়
শ্রাবণের ভরা বর্ষণের রূমঝুম শব্দের মেলায়!!
তবু উত্তর আসে না তোমার অপেক্ষার দুয়ার পরে,
মনে পড়া কবিতার ছন্দ গুলো কোনোভাবেই লেখা-
হয় না প্রিয় খেরো খাতায় ভালোবাসার মায়ায়!!
আমি সকাল হয়ে মিষ্টি রোদের ছোঁয়ায় কখনো তোমার কপোল ছুঁয়ে ভাঙতে পারিনা ভালোবাসার মৌনতা,
তোমার নিঃসঙ্গতার ছবি আমার কবিতার প্রতিচ্ছবি!!