নিশ্চুপ ঘুমিয়ে যাওয়া রাতের বুকে
হাজার পায়ের অস্পর্শ অস্থিরতা
রোদ কুড়ানোর বাহানা বোঝো
ছায়াটুকু ইচ্ছে করেই তাইতো আড়াল;
পাশ দেয়ালে অভিমানের তীক্ষ্ণ থাবা
ঘনীভূত দালান কেবল ঊর্ধ্বমুখী
অস্তিত্ব আজ শব যাত্রায় নিমজ্জিত
কলম রোধে প্রভাত ক্ষণেই মামলা দিলে;
শিকল খামে রুদ্ধ চিঠি একটা সত্য প্রকাশ হল
থমকে থাকা পথের পরে জংলী ফুলের আত্মহনন
ছাপাখানার পত্রিকাতে এটা এখন মূল শিরোনাম!
তাতে আমার কি আসে যায়!!!