একটা ভোরের বুকে ছায়াপথের অলিগলি
কিছু কুঁকড়ে থাকা কুকুরের ক্লান্ত চিৎকার;
আড়মোড়া দিয়ে জেগে ওঠে ভোরের ঘাস
ছোপ ছোপ পদচিহ্নে কুয়াশার শুকনো পাতা!
সদ্য ফোঁটা ফুলের পরে প্রেমিকের চুম্বন
কতো প্রশ্নের উত্তর নির্বাক সরু রাস্তা ;
শোরগোলে হারায় রাতের নিশ্চুপ কান্না
ব্যস্ত পথ ধরে হাজার স্বপ্নের হেঁটে চলা!
অস্ফুট অধরা সমীরণের সুদর্শনে ভাঙ্গন
তাজা ফুল জীবন্ত চলে যায় মৃত্যু উপত্যকায়;
হাহাকার নির্জনে নির্যাতিত অনিশ্চয়তায়
কোলাহলে সরে যায় ভরসার হাতটুকু!!