কি দেখছ, পলকহীন চেয়ে থাকার নামই কি-
ভালোবাসার মাঝে ডুবে থাকা, না জানার স্পৃহা !
এমন পলকহীন কেউ তাকিয়ে থাকে;
তবু তোমার চোখের চাহনি একই বাঁকে
মনে হয় খুব অপেক্ষার পর বুঝি তোমার
আমার যুগল ভালোবাসার আবির্ভাব।
কপালে তোমার আলতো ছোঁয়ায় যেন;
বিদ্যুৎ এর এক ঝলক,বহুদিনের প্রতীক্ষার
তৃষিত ভালোবাসার প্রলেপ তনু জুড়ে।
বর্ষণে মুখর কাঁদা মাখা পথ ধরে-
দুজনের একপা দুপা করে হেঁটে চলা
বর্ষার জলের মাঝে তোমার মাতাল প্রেম,
জীবন্ত হতে ঘাস গুলো কেমন অপেক্ষায়;
বনফুল যেন বর্ষার আবীরে নিজেকে রাঙ্গাতে-
শেষ বৃষ্টির জলের অপেক্ষায় চাতক হয়ে যায়;
উষ্ণ তনু যেন ভালোবাসার পথে কম্পিত পা বাড়ায়
ভালোবাসা বিভাবরীর কোলে সমর্পণের আয়োজনে!