আমি তো কৃপণতা করিনি তোমাকে ভালোবাসতে
তবে কেনো তুমি এতোটা কৃপণ হলে হৃদয় দিতে
কথা ছিলো প্রতিটা বর্ষায় দুজনে একসাথে ভিজবো
অথচ দেখো, আমি একাই ভিজে যাই আর তুমি নাই!
বর্ষার প্রথম জলের কণায় তোমাকে শেষবার কতো
ভালোবেসে জড়িয়ে নিয়েছিলো আমার দু'হাত
আজ কেমন শূন্য দেখো আমার হাত জোড়া!!
রিক্সায় পাশাপাশি বসে কতদিন বর্ষায় ভিজেছি
এখন রিক্সা দেখলেই কেমন শূন্যতায় ডুবে যাই
পার্কের ধুলোপরা বেঞ্চে কতো সময় পেরিয়েছে
শুধু অপলক বোবা প্রেমের চাহনিতে, তা হয়তো
বেঞ্চগুলো বলে দিতে পারতো এক লহমায় !!
এখন একাকী বর্ষায় পার্কের বেঞ্চে স্বচ্ছ জলের
বুকে বৃষ্টি ফোঁটার হঠাৎ কেঁপে ওঠায় দীর্ঘশ্বাস হই।
অপেক্ষায় বসে থাকি হয়তো তুমি ডাকবে ...
শুনেছি, তুমি এখন মস্ত মানুষ, খুব নামডাক হয়েছে,
অথচ একটা ভালোবাসার নাম দিতে চাই বলে
কতো আবদার আকুতি ছিলো তোমার কাছে,
খুব গুছিয়ে নাকি তুমি এখন কথা বলো, তোমার
কথা শুনতে কত কত মানুষ রোজ ভীড় করে ,
সত্যি অবাক হই এই আমিটাও বারবার চেয়েছি
তুমি সারাক্ষণ আমার চারপাশে শব্দ করে বলে যাও
"সেঁজুতি আমি তোমায় ভালোবাসি ভালোবাসি"
কত বোকা ছিলাম তাই না, একটিবারের জন্যও
তুমি এতোটা আবেগী হয়ে উঠতে চাওনি কখনো,
এখনো নীল শাড়ি লাল টিপে নিজেকে সাজিয়ে
ঠিক বিকেল চারটায় টিএসসির মোড়ে তোমার
অপেক্ষায় অজান্তেই প্রতি শনিবার দাঁড়িয়ে থাকি
এভাবে অপেক্ষায় অপেক্ষায় সময় কিভাবে কেটে
যায় তা আমিও বুঝতে পারিনা অথবা তুমিও জানতে চাওনা ।