নিশিদিন মগ্ন আছি শুধু তোমার ছোঁয়ায়
জড়িয়ে আছো তুমি মোর ভালোবাসার মায়ায় ।
সেই প্রথম দিনের ভালো লাগা রয়েছে হৃদয়ময়
আজও স্মৃতিতে জ্বলজ্বল দুজনার একান্ত সেই সময় ।
তখন মোবাইল নামক কোনও সহজ যন্ত্র ছিলনা
ল্যান্ডফোনেই সবার অলক্ষে খুঁজতাম কথা বলার বাহানা ।
ম্যাসেজ লিখার কোনও সহজতম উপায় আমরা পাইনি
তাই যত্ন করে বই লুকিয়ে চিঠি লিখতে ভয় করেনি ।
কত রকম ভালোবাসার উপমায় চিঠির শুরুটা থাকতো সাজানো
জান প্রিয় ভালবাসা ইত্যাদি শব্দ দিয়ে চিঠিটা থাকতো জড়ানো ।
মনের যত সুপ্ত কথা দিয়ে চিঠির ভেতরটা লেখা হতো
লিখতে লিখতে কখন যে চিঠিটা হাজার কথার পূর্ণতা পেতো ।
চিঠি জুড়ে ছিল অনেক রঙিন স্বপ্নভরা স্নিগ্ধ ভালবাসা
প্রতিটা শব্দে ছিল দুজনার হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার ভাষা ।
লাল নীল খামে চিঠিগুলো দেখতে লাগতো ভীষণ মধুময়
বুকের ভাঁজে লুকিয়ে রেখে কেটে যেত প্রতীক্ষার সময় ।
কত আবেগ ভরা তৃষিত হৃদয় নিয়ে চিঠি হতো খোলা
প্রতিটা বাক্যে যেন অনুভবে ছুঁয়ে যেত প্রেয়সীর প্রেমের দোলা ।
কি এক ভীষণ ভালোলাগা ছুঁয়ে যেত তোমাতে আমাতে
চুপ করে যেন কোন এক মিষ্টি হাওয়া মাতাল হতো দুজনাকে জড়াতে ।