আজকাল আর সময় করে তোমাকে লিখা হয় না
হৃদয়ের আকাশ জুড়ে ঘন মেঘের আনাগোনা,
রোজ ভাবি সময় করে তোমাকে রঙ্গিন খামে
ভালোবাসার ডাকবাক্সে মনের কথার চিরকুট
পাঠাবো, যার মাঝে শুধু একটি চরণ থাকবে-
"আমি কি আজো তোমার সেই আমি" যার কথার
ধ্বনিতে তুমি নতুন করে ভালোবাসার প্রজাপতি হতে!!
হৃদয় চাইছে আমি তোমার গভীর যত্ন হয়ে উঠি,
মাঝে মধ্যে তোমার একান্ত পৃথিবী হতে,
ছলছল নয়নে আমার পানে চেয়ে থাকার অপেক্ষা হতে,
তারপর সমস্তটা জুড়ে মিশে থেকো আমার আমিকে আলিঙ্গনে !
হুট করে তোমার জন্য কাজল পরে এলো চুলে খালি
পায়ে প্রিয় কোনো পথ ধরে পাশাপাশি হেঁটে চলতে,
ফিরে পেতে তোমার অবাধ্য হাসির দুষ্টমি ভরা
চাহনি অথবা হঠাৎ থমকে বলে যেতে "ভালবাসবে আমায়""
বহুদিন তোমার কন্ঠ মাঝে উচ্চারিত হয়না- "ভালোবাসি" !!
অপেক্ষার প্রহর শুধু দীর্ঘ শূন্যতার গুটিশুটি-
অভিমানের কাব্য রচনার উপলক্ষ্যের এক একটি যোতিচিহ্ন হয়!
স্পর্শের বাগান থেমে যাওয়া সূর্যাস্তের ডুবন্ত আভার
ছটায় খুঁজতে থাকে নিঃশ্বাসের গভীর অনুভূতি,
শেষ বেলায় একান্ত করে হারিয়ে যাও রোজকার ব্যস্ততার
আলো ঝলকানির বিমূর্ত ধূসরতায়!!