ছায়ার অধিক তোমার বসবাস এই মন মন্দিরে
রোজ তোমার সাধনা হয় এই ধূসর হৃদয় মাঝারে!
একাকী সময়ের ছায়ার গল্প আঁকা যায়না রং তুলিতে!!
কখনো প্রশ্ন করি নিস্তব্ধ রাতের উড়ে চলা মেঘপুঞ্জ কে-
আমি কি একলা হয়েই গড়বো নিঃসঙ্গতার নিশিকাব্য!
কেউ কি আড়াল হতে হাত বাড়িয়ে স্পর্শে জড়াবে না-
প্রতীক্ষার তীব্র ক্ষণের যুগল ভালোবাসার সন্ধিক্ষণে!!
অদৃশ্য নয়ন সিক্ত করুণ যাতনার মায়াবী আলেয়ায়!
ঘুমহীন মধ্যরাত দেয়ালের গায়ে যে চিত্র লেপে দেয়-
তার ক্ষত-বিক্ষত বাস্তবতা জুড়ে ক্রন্দনের জলছাপ!!
ক্রমে ক্রমে সরে যাচ্ছে দিগন্তে ভেসে থাকা ভোরের সুখ
ছায়াছবি স্বাক্ষী নিষ্ঠুর একাকিত্বের বোবা আর্তনাদের!!
একাকী পথ ক্রমশ আরো ঝাপসা হয়ে তোমাতে স্থির!!!