খুব প্রয়োজন একটা ৭ই মার্চ এর অগ্নিঝরা ভাষণ;
লক্ষ জনতার ঢল নামুক আবার রেসকোর্স ময়দানে
দলে দলে ছুটে আসুক সংগ্রামী ভয়হীন বাঙ্গালী জনতা
স্লোগানে স্লোগানে মুখরিত হোক বাংলার অলিগলি রাজপথ।
উঠুক গর্জন আরেকবার, ধ্বনিত হোক কালজয়ী বানী-
“রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের
মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্”
তোমার অর্জিত স্বাধীনতার আজ দেখো কেমন মৃত্যু!
নিজ দেশে আজো আমরা দালালদের ইচ্ছের কাছে বন্দী;
কেন সেদিন করেছিলে ক্ষমা, ঐ রক্ত চোষা হায়নাদের!!
আজো বিষদাঁতের ছোবলে ক্ষতবিক্ষত সোনার বাংলা।
খোলসের আড়ালে প্রতিক্ষণ স্তব্ধ করে দেয় কলমের অস্তিত্ব;
নিজ ভূমিতে পরাধীনতায় আবদ্ধ করার কি নির্লজ্জ প্রয়াস,
তুমি কি দেখছো গগণ ছোঁয়া হায়নাদের স্পর্ধার কালো মুখোশ!
তোমার প্রিয় বাংলার বুকে কেমন রক্তের হিংস্র লেপন।
আরেকবার ফিরে এসো তুমি পিতা শুধু আরেকবার ফিরে এসো;
জ্বলে উঠুক সকল মৃত আত্মার ঘুমন্ত বিবেকের নির্জীব কোষগুলো,
দুমড়ে মুচড়ে পিষিয়ে ধুলিকনার সাথে উড়িয়ে দাও যত অশুভ শক্তি!
জয় বাংলা বলে আরেকবার লড়াই শুরু করি নব্য হায়নাদের রুখতে!!!
*** আজ ১৫ই আগস্ট ... জাতীয় শোক দিবস ... বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে এই কবিতাটি উৎসর্গ করছি ...