উদ্ভট প্রাণীর উদ্ভট কুৎসিৎ ভেংচি
নাচতে নাচতে দিচ্ছে কুকুরের খামছি
না পাওয়া ধন পেয়ে যেনো শাখামৃগ
এরা ধূর্ত এরা নষ্ট এরা অসভ্যের রাজা
ভুলে যায় ফেলে যায় বিগত সকালের
অস্পষ্ট কুয়াশা কুয়াশা দাম্ভিকতার ঘ্রাণ
চার পা তুলে দিয়ে সাত পায়ে হাঁটে
এরা মস্তক ঢাকে ইতরের লাল গামছায়
অতি তীব্র আতরের সুগন্ধি মখমলী থুথু
পদদলিতের নেশায় আরশোলায় মত্ত!!

অন্যত্র ফুঁটাইয়া নিজ আঙুলে যাতনা
কুকুর হইতে কুকুর আসে বলিতে বাঁধা
হাত পা বাঁধিয়া রাখিছে গোলাম করিয়া
ইবলিশে ইবলিশে মাখামাখি শুধু দুয়ারে
চীল শকুনের বড়ই নোংরামি আস্ফালন
অনিয়ন্ত্রিত বালিশ চাপরাইয়া মোরগ
মোসাল্লমের টক টক ঢেঁকুরের বন্দনা
পেয়ারী পেয়ারের গলাগলি মন্দ না
রাতের পরেই ভোরের সুবাস দিগন্তে
আজ রাজা কাল অপেক্ষা সর্বশান্তের!!