শর্ত হল নীল জলের বুকে পা ফেলবো-
জলের বোতাম খুলতে হবে বাস্তবতায়;
যেন আঁচর না পড়ে এই জলের বুকে
অভিমানের চূড়ায় দেখো নীলের চাপা কান্না
পাহাড়ের জংলী ফুলের ঘ্রাণ নিয়েছো কখনো
শান্ত সমীরণের ভাবনা জুড়ে প্রজাপতির ওড়াউড়ি;
ক্লান্ত সময় চলতে চলতে থমকে তাকায়;
শিথান মাঝে একটা দুখের পথ এঁকে যায়
কুমড়ো ডগায় বিষাদ নামে ভরা পূর্ণিমায়,
জলের পরে ছায়ার কাঁপন উদাস রক্ত জবা-
ভাঁজের বুকে অগ্নি জ্বলা তপ্ত মরুর আনাগোনা
বিভাবরীর করুণ পিঠে জলের বসত অদৃশ্য হয়;
জলের গায়ে লুটিয়ে পড়ে শর্ত ভাঙ্গার আর্তনাদ;
বোতাম সুখের মিথ্যে নাচন কপাট ডুবে অন্তরায়
শুকনো প্রভাত চাদর মাঝে এলোমেলো মুখ লুকায়
লাল পিঁপড়ের দলছুট পুরাতন পরিত্যাক্ত আঙ্গিনায়।
জলের বুকে পা রাখা যে এখন শুধু অভিনয়
শর্ত গুলো অন্তরালের নীলের পরে চুপটি করে ঘুমিয়ে রয় ......